শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শাবিপ্রবি শিক্ষার্থীদের সাদাকাপড় জড়িয়ে মৌন মিছিল!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো প্রধান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছেন। শনিবার বিকেল ৩টায় ক্যাম্পাসের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে চেতনা একাত্তর হয়ে পুনরায় গোলচত্বরে শেষ হয়।

এর আগে অনশনে বসে ২৪ শিক্ষার্থী। এর মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। এখনো উপাচার্যের বাসভবনের সামনে অনশনে আছেন আটজন।

গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রভোস্ট বিরোধী আন্দোলনে গত ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তাকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে। তবে ঘটনায় আহত হয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ এক নারী কনস্টেবল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656