শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

তোমায় মনে পড়ে- তাইজুল ইসলাম জুয়েল

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

কবিতা

তোমায় মনে পড়ে

– তাইজুল ইসলাম জুয়েল

বাবা যখনই মনে পড়ে তোমারই কথা

হৃদয়ের কোণে অশ্রু ঝরে আর হবে না বুজি দেখা!

এ ধরণীর সবচেয়ে ছিলে বড় আপন

আমায় নিয়ে দেখেছো তুমি দিবারাত্রি কতই না স্বপন!

শৈশব কালের স্মৃতিগুলো কাঁদায় যে খুব বেশী

 তাইতো বাবা আজও তোমায় বড্ড ভালবাসি!

 তুমি নাই ভুবনে ভীষণ একাকিত্ব লাগে-

ঘরে ফিরতে হতো যদি দেরি,

তুমি খবর নিতে সবার আগে।

কই গেলো রে আমার খোকা, আয় রে আমার কোলে

সেই বাবাকে কেমনে আমি থাকি এখন ভুলে!

 মোর সুখের জন্য শরীর থেকে ঝড়াতে যে ঘাম-

শোধ হবে না কোনোদিনও

তোমার সেই কষ্টে ভরা ঘামের দাম!

বহুদিন ধরে দেখি না বাবার মিষ্টি মুখ

আজও ভুলতে পারি নি আমি, বাবা হারানোর শোক।

তোমার উপমা তুমি নিজেই, নয়তো অন্য কারও সমান….

আজকে আমি পাচ্ছি তাহারি প্রমাণ।

লিখতে গিয়ে তোমার কথা অশ্রু ঝরে টলমল।

তোমারই সব স্মৃতি, আজও চোখে ভাসে ঝলমল!

 

উৎসর্গ : ২০১৫ সালের মার্চ মাসের আজকে এই দিনে আমার “বাবা”দুনিয়ার মায়া ছেড়ে আমাদের ছেড়ে পরপারে পারি জমিয়েছেন।সকলে আমার বাবার জন্য দুয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন!

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656