শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ সরেজমিন তদন্তে শিক্ষা অফিসার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির হোসাইন এর বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন অভিযোগের তদন্ত করতে সরেজমিন মাদ্রাসা পরির্দশন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর মাওলানা আবু তাহির হোসাইনকে মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে অপসারণ দাবি করে তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অব্যবস্থাপনা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারকে নাজেহাল ও নামে বেনামে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এহছানুর রহমান।

ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অভিযোগটি সরেজমিন তদন্তপূর্বক সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিদর্শক ড. মো. আবুল কালাম আজাদ। আর ওই নির্দেশের প্রেক্ষিতে গত ১৭ ফেব্রæয়ারি সরেজমিন তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656