শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আহ্বান-শাহরিয়ার আহমদ আকিক

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

আহ্বান

শাহরিয়ার আহমদ আকিক 

মিছে কেন মুখে বল বিশ্ব মানবতা পূর্ণ
আমি তো খালি চোখে দেখি এসব শূন্য।

গোলাবারুদ রকেট মিসায়েল অস্ত্রের ক্ষেপণ
ঝাঁকে ঝাঁকে আজ হচ্ছে বিস্ফোরণ।

ফিলিস্তিনের আকাশ বাতাসে কেন?
আজ এই কালো মেঘের ভারী বর্ষণ।

শিশু নারী পুরুষ বৃদ্ধা করে কেন?
নিরদ্বিধায় বুকের রক্ত দান আর পণ।

মুসলিম উম্মাহর আল আকসা
রক্ষায় ঝরবে কত আর প্রাণ?

প্রতিনিয়তই চলছে দেখো অমানবিক
ধ্বংস হত্যা নিপিড়ন আর নির্যাতন।

যেখানে বিপদগ্রস্ত মুসলিম আর্তনাত
প্রাণনাশ কিংবা অমানবতর জীবন মান।

সেখানে আজ বিশ্ব মানবতার নেই অবস্থান
উগ্রবাদী আর যুদ্ধবাদী বিশ্ব মোড়ল কর প্রত্যাখ্যান।

মিত্রদের মিত্রতা অক্ষুণ্ন আছে কতখানি?
দূরসময়ে কেবল বুঝা যায় তার মানি।

আমি বিশ্ব মুসলিম কে করি আহ্বান
ইসলামের সপক্ষে রাখো বলিষ্ঠ অবদান।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656