শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৩ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জ উপজেলায় দিন দিন সড়ক দুর্ঘটনায় বাড়ছে। 

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন: দিন যত যাচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাড়ছে, শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জ্যোতিষ চন্দ্র (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।নিহত জ্যোতিষ চন্দ্র দিরাই উপজেলার চানপুর গ্রামের যোগেন্দ্র চন্দ্রের ছেলে সে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন মাদ্রাসাপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি সিএনজির সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালক ঘটনাস্থলে মারা যান।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ সালেহ্ আহমদ।

শহিদুল ইসলাম রেদুয়ান /৩ই ফেব্রুয়ারী ২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656