°আমাদের জীবনের পরিচালনায় কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণা করা ক্ষমতা রাখতে হবে। কারণ বিভিন্ন ক্ষেত্রে দুর্যোগ আসবে এবং তা প্রতিহত করার জন্য আমাদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে এবং আকস্মাৎ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বর্তমান অবস্থান ও ভবিষ্যতে সম্পর্কে চিন্তা ধারণা করে অকস্মাৎ সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ।
কারণ, প্রাকৃতিক নিয়মে দুর্যোগ আসবে এটা অস্বাভাবিক নয়। আমাদের দুর্যোগ মোকাবিলা করার জন্য সর্বত্র প্রস্তুত থাকা জরুরি। আর মানুষ প্রতিনিয়ত দুর্যোগের শিকার হয়ে জ্ঞান অর্জন করে যাচ্ছে। আমাদের উচিৎ তা দেখে শিক্ষা গ্রহণ করা।
প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় আমাদের করণীয় কি ?
মানুষ যদি দূর্যোগের শিকার না হতো। তাহলে অনেক কিছু গ্রহণ করতে পারতো না। আমাদের জীবনের পরিচালনায় প্রায় অকস্মাৎ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা চাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শেষ করা। দ্রুত সিদ্ধান্ত গৃহীত করতে গিয়ে নানা সমস্যার সম্মূখীন হই এবং এতে নানাভাবে বঞ্চিত এবং লাঞ্চিত হতে হয়। সে ক্ষেত্রে আমরা ভেঙে পড়ি এবং হতাশ হয়ে যাই।
তবে প্রতিটি ক্ষেত্রের অবশ্যই সমাধান রয়েছে তা আমরা বিশ্বাস করি, অকস্মাৎ সিদ্ধান্তের পূর্বে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মূখ্য বিষয় সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা এবং তার সঠিক দিক-বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করা। আর পূর্বে থেকে যেকোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করা সহজলভ্য হয়। আর আকস্মাৎ সিদ্ধান্ত আমাদের বিপদের গর্তের নিয়ে যায়। সুতরাং আমাদের আকস্মাৎ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ভেবে নেওয়া উচিৎ।
আর উপরিউক্ত বিষয় যদি আমরা মেনে জীবন পরিচালনা করতে পারি তাহলে আশাবাদী প্রতিটি ক্ষেত্রে দুর্যোগ মোকাবিলা করে সফলতার শীর্ষে যেতে পারবো।
লেখক: শহিদুল ইসলাম রেদুয়ান
বার্তা সম্পাদক, দৈনিক হাওড় বার্তা
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া