সুনামগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ মে সকাল ১০ টা ৩০মি:সুনামগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স হল রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত ২০০৯ সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করেছে সুনামগঞ্জ জেলা প্রসাশন।
সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরীতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছেন। সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ তাদের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায় সংগত লেখনীর মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
সেমিনারে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মাসুদ খান, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, জেলা তথ্য অফিসের উপ পরিচালক মোঃ আব্দুস ছাত্রার প্রমুখ।
বাংলাদেশ প্রেস কাউন্সিলরের সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিজন সেন রায়, পংকজ দে, শাহজাহান চৌধুরী, মিজানুর রহমান মিজান, এমরানুল হক চৌধুরী, সেলিম আহমদ তালুকদার,হিমাদ্রি শেখর ভদ্র,কুলেন্দু শেখর দাস, আল হেলান, একে মিলন,শ্যামল আহমেদ, রাজু আহমেদ রমজান,মো: শহিদ নুর,গাজি আফজাল,এম.আর সজিব, জাকিয়া সুলতানা মনি,আল আমিন, রোমান, ফোয়াদ মনি,তাজুল ইসলাম তারেক প্রমুখ। এ সময় আরো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান