স্টাফ রিপোর্টার
ছাতকের দোলারবাজার ইউনিয়নের কুরশী ইসলামপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে অত্র মাদ্রাসার প্রতিষ্টাতা অর্থ সম্পাদক ও কুরশী ইসলামপুর জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লী সদ্য প্রয়াত আলহাজ্ব আশ্রাফ আলী সাহেব এবং মাদ্রাসার সাবেক শিক্ষক রাউলী গ্রামের মাওলানা সদ্য প্রয়াত তাওহিদুর রহমান তাহিদ এর ঈসালে সাওয়াব উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল মাদ্রাসা হল রুমে শনিবার (৭আগস্ট) সকাল ১০ঘটিকায় অনুষ্টিত হয়।
অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাহেল মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা কয়েছ আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি সাবেক মেম্বার মনির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরশী ইসলাম পুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রশিদ আহমদ,কুরশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হায়দার আলী রাজু, দক্ষিণ কুরশী সালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হাফিজ হেলাল আহমদ,কুরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা কবির আহমদ ফিরোজ,মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী ডাঃ আবদুল আহাদ,
মরহুম হাজী আশ্রাফ আলী সাহেবের মেঝো ছেলে মাওঃ ইব্রাহীম বিন আশ্রাফী,তালামীযে ইসলামীয়া বৃহত্তর কুরশী আঞ্চলিক শাখার সাবেক সভাপতি মাওলানা রুবেল আলম প্রমূখ।
বক্তারা উভয়ের ব্যাক্তি জীবন সম্পর্কে আলোচনা রাখেন তাদের উভয়ের জীবন ছিল ইসলামের পথে। উভয় জন ছিলেন মসজিদ ও মাদ্রাসার খাদিম। তাই সবাই বক্তব্যের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে তাদের উভয়ের জন্য মসজিদ মাদ্রাসার খাদিম হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন মরহুম মাওলানা তাওহিদুর রহমান এর ছেলে হাফিজ মখসুদুল রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারুন মিয়া,ব্যবসায়ী আয়না মিয়া,মাদ্রাসার সাবেক শিক্ষক আব্দুল ছালিক মিলন তালুকদার,মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী, মাদ্রাসার বর্তমান অর্থ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পীর আলী, রশিক মিয়া,ক্বারী কাওছার আহমদ,আব্দুল কাদির,শুকুর আলী,সাক্কত মিয়া,চারু মিয়া,সাধিন মিয়া, হাফিজ খলিল আহমদ আব্বাসী, গোলাব আলী, মতছির আলী,ব্যবসায়ী তোফাজ্জল হোসেন,ক্বারী শাহেদ আহমদ, ক্বারী ফয়জুন নুর,ক্বারী আনোয়ার, কাওছার আহমদ, ক্বারী মঈন উদ্দিন, হাসান আহমদ, সাজ্জাদ নুর,ইসহাক মোঃ মাহবুব, মরম আলী, আল-আমীন প্রমূখ।
শেষে মাওলানা কয়েছ আহমদ ও হাফিজ খলিল আহমদ আব্বাসীর যৌথ পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ হেলাল আহমদ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com