নিজেস্ব প্রতিবেদক: পশ্চিম সিলেটের শতবছরের প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আল ফজল ছাত্র সংসদের নবায়ন কমিটি গঠন সম্পন্ন।
বৃহস্পতিবার (২৩শে মে) ২০২৪ খ্রিস্টাব্দ মাদ্রাসা কনফারেন্স হলরুমে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ আব্দুস সোবহানের উপস্থিতে সর্বসম্মতিক্রমে মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি মঈনুল হক মুমিনকে সভাপতি (ভারপ্রাপ্ত) মনোনীত করা হয়েছে। এবং ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী আবুল হাসান মো. আদনানকে ভিপি ও জাবের আহমদকে জি.এস নির্বাচিত করে ২০২৪-২০২৫ সেশনের জন্য ছাত্র সংসদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত ভিপি আবুল হাসান মো: আদনান ছাতক উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের অধ্যক্ষ জনাব আবু সালেহ মো. আব্দুস সোবহানের পুত্র এবং নবনির্বাচিত জিএস মো.জাবের আহমদ আল-ফজল ছাত্র সংসদের সাবেক ভিপি জাকির হোসাইনের ছোট ভাই। তার গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বদিরগাঁও।
এছাড়া কার্যকরী পরিষদের এ জি এস হাফিজ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ শুভ, অর্থ সম্পাদক আবু বকর, সহ অর্থ সম্পাদক হাফিজ মোজাম্মিল হক মুবিন, সাহিত্য সম্পাদক মুমিনুল হক, প্রচার সম্পাদক ফরহাদ আহমেদ রাসেল, সহ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান কিবরিয়া, অফিস সম্পাদক পারভেজ আহমেদ, সায়েম, ছাত্রী -সম্পাদিকা হুমায়রা খাতুন জামিয়া,ও সহ-ছাত্রী সম্পাদিকা আদিলা সুলতানা সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া