নিজেস্ব প্রতিবেদন
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন দামোধরতপী মাহমুদপুর গ্রামের ঐতিহ্যবাহী ইসলামিক ও সামাজিক সংগঠন
আল লতিফ ইসলামি যুব সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগ অদ্য ৯মে ২০২১খ্রিস্টাব্দ, হযরত আয়শা (রাঃ) জামে মসজিদ, দামোধরতপী বাজারে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রায় ৩০জন অসহায় গবির দুঃখি ও পথচারীদের লোকর মাঝে ইফতার বিতরণ করা হয়।
এছাড়া উপস্তিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ পূর্ব পাগলা ইউপি শাখা’র সভাপতি জনাব মাওলানা আতাউর রহমান ও দক্ষিণ সুনামগঞ্জ লতিফিয়া ক্বারী সোসাইটির সাংগঠনিক সম্পাদক ক্বারী হাফিজুর রহমান।
এবং অত্র সংস্থা’র সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি সুপন আহমদ, মুতিউর রহমান মুকিদ, রেজুল হক,
সাধারণ সম্পাদক- সালমান হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন,মোজাম্মিল হোসেন, সাংগঠনিক সম্পাদক-শহিদুল ইসলাম রেদুয়ান,অর্থ সম্পাদক-আবু তাহের রাজু, সহ অর্থ সম্পাদক- রফু মিয়া, অফিস সম্পাদক-শফরুল ইসলাম জাকুয়ান,প্রচার সম্পাদক- মিলন আহমদ রেজা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- বদরুজ্জামান সামাজ কল্যাণ বিষয়ক সম্পাদক- আলী আহমদ। এছাড়া নির্বাহী সদস্য, সাজিদ,দুলন,মঞ্জিল,শামসুদ্দিন, আলী নুর প্রমুখে।
পরিশেষে মাওলানা আতাউর রহমান এর দোয়া মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com