শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

ইসলামিক লেখক মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদীর নানা’র জানাযা ও দাফন সম্পন্ন, হাওড় বার্তার শোক প্রকাশ

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৯৮৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদন 

বাংলাদেশ অতিজনবহুল “হাওড় বার্তা” পত্রিকা’র ইসলামী লেখক মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী সাহেবের নানা, আব্দুল্লাহপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি (অষ্টগ্রাম, কিশোরগঞ্জ) জনাব আব্দুস সাত্তার রউফ মিয়া সাহেব বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে (শনিবার)১৪ আগস্ট ২০২১ইংরেজি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন…….।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর। মৃত্যুকালে ছেলেমেয়ে ও নাতী নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাযা নামাজ আব্দুল্লাহপুর বাজারের পাশে মাঠে ১৫ আগষ্ট সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

জানাযায় অসংখ্য আলেম উলামা, বর্তমান চেয়ারম্যান,জনাব মুক্তার খাঁন, হবিগঞ্জ সদর হাই স্কুলের প্রধান শিক্ষক (মরহুমের আপন মামাতো ভাই) হোসেন মিয়া মাষ্টার,জনাব আবুল বাশার সালাম,ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকবর হোসাইন সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষক, বিভিন্ন পেশার চাকরিজীবী এবং অনেক গুনীজন সহ বিভিন্ন পেশার হাজারো লোকের সমাগম হয়েছে। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প্রধান করেন, মরহুমের ছোট ছেলে, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, জনাব মফিজ উদ্দিন মাষ্টার।

উক্ত জানাযায় ইমামতি করেন হাওড় বার্তার ইসলামিক লেখক মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী।জানাযা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, আমিন।এবং দাফন শেষে মোনাজাত করেন, মাওঃ কামাল উদ্দিন আনসারী।

এইদিকে মুফতি আল-আমিন ইসলাম যুক্তিবাদী’র নানা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন “হাওড় বার্তা” পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক কাউছার উদ্দিন সুমন,নির্বাহী সম্পাদক রায়হান হুসাইন মান্না, ভারপ্রাপ্ত সম্পাদক সোহান মিয়া,সহযোগী সম্পাদক নূর মোহাম্মদ রাহাত, বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, সহকারী বার্তা সম্পাদক নুরুল বশর, নিউজ ইনচার্জ তানভীর আহমদ তালুকদার, এডিটর সম্পাদক সাজন বড়ুয়া সাজু সহ হাওড় বার্তা পরিবারের সবাই মুফতি আল-আমিন ইসলাম যুক্তিবাদী’র নানা’র মৃত্যুতে গভীরভাবে শোকহত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281