শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

উন্নত বাংলাদেশ গঠনে সমবায়ের বিকল্প নেইঃ সিইএইচআরডিএফ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬৫৬ বার পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তিঃ
পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ এর বিশ্ব সমবায় দিবস উদযাপন উপলক্ষে ভার্চূয়াল আলোচনা সভা আয়োজন করেছে।

সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(সমন্বয়) আব্দুল মান্নান রানা’র সঞ্চালনায় এতে সমবায়, বাংলাদেশ, কৃষিব্যবস্থা, আর্থ-সামাজিক উন্নয়ন, সহযোগিতা, এসডিজি, পার্টনারশীপ বিষয়ে বক্তব্য রাখেন বিভিন্ন ডিভিশনের কর্মকর্তাবৃন্দ।

এতে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নে সমবায়ের বিকল্প নেই। বাংলাদেশের কৃষিব্যবস্থার সঠিক উন্নয়নে সমবায় হতে পারে আশার আলো। কৃষি সমবায় এদেশের গ্রামগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে পারবে। তারা আরো বলেন, চীনসহ অনেক দেশের টেকসই পরিবর্তন সমবায়ের হাত ধরে গরে ওঠেছে। বাংলাদেশের বদ্বীপ অঞ্চল সমবায়ভিত্তিক কৃষির জন্য একটি সম্ভাবনা। বক্তারা সরকারের প্রতি আহবান জানান যেন এই সম্ভাবনার যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান সমন্বয়ক(জেনারেল ডিভিশন) খুবাইব বিন ইহসান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(তৃনমুল) রুহুল আমিন, মূখ্য সমন্বয়ক জয়নাল আবেদীন, এসিস্ট্যান্ট প্রিন্সিপাল সেক্রেটারি জিহাদুল ইসলাম, ডেপুটি সার্কেল কো-অর্ডিনেটর
(সিলেট)আব্দুল্লাহ আল মুবিন ,উত্তর মহেশখালী ফোরাম সমন্বয়ক মেহেদী হাসান রিফাত, বড় মহেশখালী ফোরামের ব্যবস্থাপক ফরহাদ আলম। প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, পানি ফাউন্ডেশন সমন্বয়ক নুরুল আবছার, ইকোসিস্টেম কনজারভেশন গ্রুপ সমন্বয়ক মুরশেদ আলম, পাঠাগার আন্দোলনের সহ-ব্যবস্থাপক সাহাব উদ্দিন, সন্দীপ ফোরামের ব্যবস্থাপক আরিফুর রহমান, শাপলাপুর ফোরাম সমন্বয়ক তৌহিদুল ইসলাম রাজু, কেন্দ্রীয় সদস্য জিহাদুল ইসলাম প্রমূখ।

প্রচারে-
নাসির উদ্দিন সোহেল
সহকারী সম্পাদক
প্রচার বিভাগ
ব্যবস্থাপনা ডিভিশন
সিইএইচআরডিএফ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281