নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ কোম্পানীগঞ্জ উপজেলাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহীন আহমেদ (শাহেন) করুনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার দেখে নিজ উদ্যোগে ১০০ শ্রমিক ও অসহায় পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
১১-০৪-২০২১ ইংরেজি রবিবার ঢাকা উত্তরা, ১৮ নাম্বার সেক্টরে পিকাস পাইলিং এর কাজে কর্মরত নিজের ১০০ শ্রমিক ও পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে কাজ করতে বলেন।
তিনি আরো বলেন সচেতনতাই পারে আমাদের মত উন্নয়নশীল দেশকে এরকম মহামারী থেকে বাঁচাতে। সচেতন হয়ে কেউ জন্মায় না, সচেতন হতে হয় প্রয়োজনে।সবাইকে নাকে,মুখে, গলায় হাত দেওয়ার আগে হাত সাবান দ্বারা ধৌত করতে বলেন ও সবসময় ঢিলেঢালা জামা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com