রাংগামাটি প্রতিনিধি :
মহামরী কোভিড-১৯ সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে প্রতিদিনের ন্যায় ৩০ জুন বুধবার মাঠে আছে রাজস্থলীর থানা পুলিশ টিম । রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছের হোনেন এর দিক নির্দেশনায় থানার সকল গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ও মাস্ক বিতরনে রাজস্থলী থানার পুলিশ নিয়োজিত ছিল। সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সকল জনসাধরন কে করোনা প্রতিরোধে উপদেশ প্রদান করেন রাজস্থলী থানার এ এস আই, সাহাদাৎ হোসেন। ১ জুলাই কঠোর লগডাউন সম্পর্কে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মফজল অাহমদ খান বলেন, সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। জনসাধারন অহেতুক রাস্তাঘাট ঘুরাফেরা করা যাবে না, প্রয়োজনীয় কাজে বাজারে বা হাটে অাসতে পারবে। সরকারে এ অাদেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন সূত্রে জানান। সকাল হতে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের নির্দেশনা মোতাবেক প্রচার প্রচারণা অব্যাহত চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com