হাওড় বার্তা
সুনামগঞ্জ এক’শ শয্যা করোনা ডেডিগেটেড হাসপাতালের আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন চ্যানেলের কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরুদী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের পুরাতন ভবনে স্থাপিত করোনা ডেডিগেটেড হাসাপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ১১ উপজেলার করোনা পরিস্থিতির খোঁজ খবর নেন জাতীয় সংসদের বিরুদী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এরপর করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহন করেন,জাতীয় সংসদের বিরুদী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন,সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ড.আনিছুর রহমান,সুনামগঞ্জের সিভিল সার্জন ডা.মো.শামস উদ্দিন,সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা.মাহবুবুর রহমান, ডা.রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com