হাওড় বার্তা
কাঁদিয়ে গেলে বাবা
দূরে বহু দূরে
আসবে না জানি আর
এই ভূবনে-
তোমার স্মৃতি ভাসে
হ্রদয় স্পটে।
ডাঃ ছিলে তুমি
ছিলে আলেমে দ্বীন
ছিলে হাফেজে কোরআন
বিশুদ্ধ কোরআন শিক্ষা দিয়ে
করেছ আলোকিত কত প্রাণ।
হাজারো ছাত্র কাঁদে আজও
তোমার স্মৃতি স্মরণ করে
কত ভক্ত কত প্রিয়জন
তোমার বিরহে ব্যতিত প্রাণ।
এলমে শরীয়ত
এলমে তরীকতে ছিলে
ব্রতী তুমি
তোমার ছোঁয়াতে
কত পথহারা পেয়েছে পথ
জীবন গেছে বদলে
তোমারই দিকনির্দেশনা পেয়ে।
তুমি ছিলে সমাজসেবক
বিনীমূল্যে দিয়েছ সেবা
অসহায় মানুষের তরে-
তোমার হাসিতে প্রাণ জুড়াত
হাজারো ব্যতিত মন।
সুন্নিয়ত প্রচারে ছিলে তুমি
অগ্রণী সৈনিক
কভু নাহি পেতে ভয়
নবীর প্রেমিক ছিলে তুমি
হাজারো আলেমের কওল।
সরকার বংশে জন্ম তোমার
বিথঙ্গল হোসেনপুর গ্রাম
জাকির হোসাইন নাম তোমার
লোক মুখে পরিচিত
হাফেজ জাকারিয়া
জন্মভূমির প্রতি ছিল
অগাধ ভালবাসা
তুমি ছিলে দেশপ্রেমী
ছিলে উদারমনা।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ