কাঁপছে ভূবন
-মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী
কাঁপছে ভূবন, মরছে মানুষ
হাহাকার সুর শুনি কানে
করোনা ভাইরাস বাসছে বাতাসে
সারা দুনিয়াজোড়ে
জীবন বাঁচানো দায়!
জীবনের মায়ায় ছুটছে
দিগদিগন্তে-
বদ্ধ তালা দিচ্ছে খোলে
মসজিদ ছিল যত
জালিমও আজ দেখাচ্ছে দরদ
নিচ্ছে খোঁজখবর!
প্রভূর দ্বারে কাকুতি
বাঁচাও প্রভূ মোদের।
কাপিয়ে দিলেন বিশ্বজগত
জগতের স্রষ্টা যিনি-
তার কদমে পড়ছে লুটিয়ে
বিশ্বের প্রভাবশালি আছে যত
বাদশাহ বাহাদুর, সৈন্য বাহেনী।
যুদ্ধ-বিগ্রহ ছাড়া
স্তব্ধ হয়ে গেলো সারা
ক্ষেপণাস্ত্র- পারমাণবিক
গুলি-বারুদের ঝনঝনানি
হুংকার আর গর্জনের বলি
কোথায় গেল বাহাদুরি!
মজলুম মুসলিমদের আর্তনাদ
বুকফাটা করুন চিৎকার
কেপে উঠেছিল আল্লাহর আরশ
সেদিন কাপেনি জালিমের হ্রদয়!
ছোট্ট শিশুর কান্নায়
ভারি হয়েছিল আকাশ-বাতাস।
মা-বোনদের ইজ্জতে আঘাত
মুসলিমদের মসজিদে আঘাত
আল্লাহর বিধান পালনে বাধা
বেহায়াপনা আর গান-বাজনায় মত্ত
বাদ্যযন্ত্র আর মদ্যপানে
জীবন চলছে রং ঢংয়ে।
করোনা ভাইরাস আসার
এই সবই হলো মুল কারন
স্রষ্টা ক্ষেপেছে তাই পৃথিবী
আজ থরথর করে কাঁপছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া