নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ কোম্পানীগঞ্জ উপজেলাধীন খাগাইল ও দলইরগ্রামের দ্বারপ্রান্তে অবস্থিত ইমরান আহমদ কারিগরি কলেজের ছাত্র মোহাম্মদ রুবেল আহমদ বাইক দূর্ঘটনায় গুরুতর আহত।
০৯-০৪-২০২১ ইংরেজি, শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের উত্তর পাশে কাটাখাল ব্রিজের দক্ষিণে বঙ্গবন্ধু মহাসড়কে একটি অটোরিকশার সাথে সংঘর্ষ বাঁধে রুবেল আহমদ এর বাইকের।এতে অটোরিকশা চালক হালকা আহত হলেও বাইক চালক রুবেল আহমদ গুরুতর আহত হন।ঘটনাস্থল থেকে রুবেল আহমদকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার করেন সিলেট এম এ জি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষ স্বাক্ষীর মুখ থেকে শুনা যায় অটোরিকশা চালক নিজের সাইট ক্রস করে ডান সাইটে হঠাৎ করে চলে আসে যার ফলে মটর বাইকটির সাথে সংঘর্ষ লাগে। তাই বলা যায় উক্ত দূর্ঘটনার কারনটি সাধারণত অটোরিকশা চালকের অসাবধানতার কারনেই হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com