শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির তৃতীয় সম্মেলনে হাওর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবি।দূর্নীতির বিষবৃক্ষে জাতি দিশেহারা, মুখ বন্ধের শেষ কথায় ?সুনামগঞ্জের কুস্তি খেলার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচনহজ্জের অন্তরালে অবৈধ ভাবে একাদিক বিয়ে করছেন আয়েশাছাতক-দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুষ্টি গুণ বিস্কুট বিতরণ।শান্তিগঞ্জে নতুন করে যাত্রা শুরু করলো রুরাল ডেভেলপমেন্ট হেল্থ সেন্টার এন্ড ডায়াগনস্টিক।বিশ্বম্ভরপুর থানায় ব্রেস্ট ফিডিং কর্ণার ও লাইব্রেরির উদ্ভোধন। ছাতকে শিক্ষানুরাগী নুর মোহাম্মদ ময়না মিয়া’র ইন্তেকাল।হাওড়ের নেই মাছ : ঋনের চাপে দিশেহারা জেলে।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের উপদেষ্টা মনোনীত হলেন উম্মে ফারজানা ডায়না।

কালীগঞ্জে উপবৃত্তির টাকা আত্মসাৎ সংবাদের প্রতিবাদ

বি এম বাবলুর রহমান
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৬৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি 

গত ২২ আগস্ট “দৈনিক সাতক্ষীরার বার্তা ” ও “নক্ষত্র নিউজ ” সহ বিভিন্ন পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে “ কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তি টাকা আত্মসাৎ হয়েছে তার ফলে এলাকায় তোলপাড়” সংবাদ শিরোনামে যে সংবাদটি ছাপানো হয়েছে ওই সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে ।

সংবাদে বলা হয়েছে খারাপ ও পরসম্পদলোভী শিক্ষক ও আছে এই সমাজে। এমনই এক শিক্ষকের খোঁজ মিলেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গড়ুইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গড়ুইমহল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান আক্তার এর বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মস্যাৎ এর আভিযোগ উঠেছে। নিউজে আরো উল্লিখ করা হয় যে পরিচয় দিতে অনিচ্ছুক একজন প্রাক্তান ছাত্র জানান আক্তার স্যার একজন অসৎ প্রকৃতির শিক্ষক। তিনি ছাত্র-ছাত্রীদের অভিভাবদের কাছে তাদের নামে মিথ্যা বিচার দেওয়ার ভীতি প্রদর্শন করতেন।

এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি ছাত্রদের কাছে মাছ ও সবজি আবদার করতেন। স্যারের আবদার পুরন করতে ছাত্ররা প্রায় স্যারকে মাছ ও সবজি উপহার দিতেন। যেটি প্রতিবেশিদের ঘের ও ক্ষেত থেকে চুরি করা। এতে করে অনেক ছাত্র রিতিমত শিশু চোরে পরিনত হয়ে যায়। এবং ওই নিউজে আরো উল্লেখিত যে আক্তার স্যার রতনপুর বাজারের হাজী বস্ত্রলয় থেকে একবার শাড়ী ও পাঞ্জাবী চুরি করে ধরা পড়েছিলেন। তাছাড়া তিনি নাজিমগঞ্জ এক জুতার দোকান থেকে অন্যের নাম ঠিকানা দিয়ে জুতা বাকী নিয়ে এসে পরে ধরা পড়েছিলেন।

এই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে আমার ভাব মুক্তি নষ্ট করার চেষ্টা করছে আমি গড়ুইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় রতনপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা
স্থাপিত ১৯৯১ সাল। ৩০ বছর ধরে একই স্কুলের শিক্ষক আছি সুনামের সাথে অতচ একটি কুচক্রি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ কর্মীদের ভূল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ করেছে। আমি উক্ত মিথ্যা সংবাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কালিগঞ্জ উপজেলার গড়ুইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গড় ইমহল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান আক্তার।
সেইসঙ্গে আকতার স্যারের নামে মিথ্যা নিউজ কয় প্রতিবাদ জানিয়েছেন।

আব্দুল গফুর পুলিশিং কমিটির সেক্রেটারি ও জামে মসজিদের সেক্রেটারি। এবাদুল ইসলাম প্রাক্তন ছাত্র ও সভাপতি রতনপুর ইউনিয়ন ছাত্রলীগ আনসার হোসেন গ্রাম পুলিশ ২ নং ওয়ার্ড আলহাজ্ব আইয়ূব হোসেন সহ অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281