কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে করোনায় আক্রান্ত হয়ে ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মারা গেছেন। সোমবার সকাল ৭ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ৬৬ জন। সকাল ১১ টায় খেদমতে খ্বলক্ক কুমারখালী শাখার সদস্যরা তেবাড়ীয়া গোরস্থানে তার দাফন সম্পন্ন করেন।
পারিবারিক সুত্রে জানা যায়, ডা. জোয়ার্দার আব্দুর রশিদ স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব থাকা অবস্থায় ২০০৮ সালে অবসরে যান। তারপর থেকে তেবাড়ীয়া গ্রামে পৈতৃক ভিটায় তিনি বসবাস করছিলেন। গত ১ সপ্তাহ আগে পরীক্ষা করে তার করোনা পজিটিভ হয়। তারপর থেকে হোম আইসোলেশনে ছিলেন। এবং সোমবার সকালে গুরুতর অসুস্থ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, ডা. জোয়ার্দার আব্দুর রশিদ ১ সপ্তাহ পূর্বে করোনা পজিটিভ হবার পর থেকে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এবং সোমবার সকালের দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া