কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ০৮ আগস্ট রবিবার সকাল ১০ ঘটিকার সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সেলাই মিশন বিতরন, আর্থিক সহায়তা প্রদান করেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান সংক্রান্তের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও ও কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ