চৌহালী উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে চৌহালী থানার এস আই হাফিজুর রহমান পরিচয় দিয়ে এক ব্যক্তি স্থানীয় এক পশু চিকিৎসক কে ফোন দেন। ফোন দিয়ে থানার কর্মরত পুলিশের পরিচয় দিয়ে বলেন আপনার নামে নানা অভিযোগ আছে ৷ আপনি যদি মামলা থেকে বাঁচতে চান তাহলে আমার নম্বরে কিছু টাকা পাঠান যাহা (০১৭৩৮২৪১৫২৩) পরে ঐ পশু চিকিৎসক নজরুল ইসলাম সরল বিশ্বাসে উক্ত নম্বরে ১০ হাজার টাকা পাঠিয়ে দেন ৷
পরে আবার টাকা দাবি করলে এতে সন্দেশ হলে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম কে বিষয়টি জানান , তিনি বলেন এস আই হাফিজুর রহমান নামের কোন এসআই /পুলিশ নাই ৷ যিনি ফোন দিয়েছে তিনি একজন প্রতারক ৷ পরে ঐ প্রতারক ফোন বন্ধ করে পরে লাপাত্তা হয়ে যান তিনি।
সিরাজগঞ্জের চৌহালী থানার এস আই পরিচয় দিয়ে অভিনব প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। তাদের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন চৌহালী উপজেলার জোতপাড়া বাজারের এক ব্যবসায়ী। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ বিষয় নিয়ে রাতে ভুক্তভোগী চৌহালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন ।
প্রতারণার শিকার ওই পশু চিকিৎসক বলেন, শনিবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি তাঁকে কল দেন। ওই ব্যক্তি নিজেকে চৌহালী থানায় কর্মরত এস আই হাফিজুর রহমান পরিচয় দিয়ে বলেন আপনার নামে চৌহালী থানায় মামলা হচ্ছে ৷ যদি মামলা থেকে বাঁচতে চান তাহলে দ্রুত ১০ হাজার টাকা পাঠানো ৷ পরে পাঠিয়ে বুঝতে পারে সে প্রতারক ৷
এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রহমান বলেন, এই প্রতারকচক্রের সদস্যদের ধরতে উদ্যোগ নেওয়া হচ্ছে ৷
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com