হাওড় বার্তা
বিনোদন ডেস্ক: ”সিলেট অঞ্চলের ক্ষুদে গায়ক দাইয়ান তাসিন। সুনামগঞ্জ জেলার ছাতক থানার ভাতগাও ইউনিয়নের বরাটুকা গ্রামেই তার জন্ম। ছোটবেলা স্কুল জীবনে লেখাপড়ার ফাকে তার মনে স্বপ্ন জাগে সে একজন শিল্পী হবে।
২০১৯ সালে ”ভালবাসার প্রিয়ন্তী” নামে একটা শর্টফিল্ম অভিনয় করে দাইয়ান।পরে এক এক করে ৫-৬ টা ফিল্মে কাজ করে সে।শুরু টা ছন্দে হলেও মাঝে থেমে যায় কাজ করোনা ভাইরাসের জন্যে।
২০২০ সালে তার মামাতো ভাই আলামিন তালুকদারের সহযোগিতায় পরিচিত হয় জগন্নাথপুর এ বি স্টুডিওর মালিক গুলজার আহমেদ এর সাথে। তিনি দাইয়ানের উস্তাদের ভুমিকায় গানের মূল বুঝিয়ে গড়ে তুলেন ক্ষুদে গায়ক।তারপর সে চলে যায় ঢাকা এয়ারপোর্ট এবং সেখানে কাজ করে উৎসর্গ মিউজিকে।
চেনেলের পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম স্টেজে গান গায় সে। নিজের প্রতিভায় লিখে ৪০ টি গান,, যেগুলো বেশিরভাগ সুর & গীতিকার সে নিজেই।
এবার উৎসর্গ মিউজিক ব্যানারে আসছে তার নতুন দুটি গান।
এ প্রসঙ্গে দাইয়ান সাথে যোগাযোগ করলে বলেন..
অনেক বাধা পেরিয়ে আমি এ পর্যন্ত এসেছি। আমার পেছনে মানুষ অনেক সমালোচনা করতো।বাজে মন্তব্য করতো আমার কাজ নিয়ে। কিন্তু আমি পেছনে তাকাই নি,,,। কারন, সমালোচক হতেও একটা যোগ্যতা লাগে। তবে সব জায়গায় নিজের যোগ্যতার প্রমান করতে হবে না। যে যাই বলুক আমি আমার মতোই।
ধন্যবাদ জানাই তাদের যারা আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে গেছেন। বিশেষ করে আমার উস্তাদ গুলজার আহমেদ ভাইকে।যিনি এখনো আদর্শ ভালবাসায় আগলে রেখেছেন নিজের ছায়াতলে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ