হাওড় বার্তা
দিনে যত যাচ্ছে দেশে অপহরণ বাড়েছে তেমনি ঘটনা ঘটল, ছাতক উপজেলাধী গোবিন্দগঞ্জ বাজারের রিলেশন টাওয়ার মার্কেটের পাশে থেকে আজ সকাল ১০.৩০মিনিটে নোহা গাড়ী ঢাকা মেট্রো-চ – ৫৩-১২১৫, এছাড়া ছোট শিশু হালিমা(৫) সহ অপহরন করে নিয়ে যায়।
তথ্য জানা যায় অপহরণ করা হয় গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা আওলাদ আলী রেজা’র ভাতিজী হালিম বেগম (৫)
এই ঘটনার সংবাদ পায় ছাতক থানা, সংবাদ পাওয়ার সাথে সাথে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মিজানুর রহমান বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় ছাতক থানার অফিসার ইনচার্জ জনাব নাজিম উদ্দিন সাহেবের নেতৃত্তে সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম , এসআই মুহিন উদ্দিন সহ টিম ছাতক ৬ ঘন্টার কঠোর অভিযানে সিলেট গোটাটিকর এলাকা হইতে বিকাল ০৪.০০ ঘটিকার সময় অপহরনকারী রুকন আহমদ(২৮) নামের ব্যক্তি কে।
অপহরণকারী রুকন মিয়া বাড়ি হলো ছাতকের-গৌরীপুর। বর্তমানে -গোটাটিকর, আলাউদ্দিন মিয়ার বাসা,
দক্ষিন সুরমা থানার, এসএমপি সাহায্যয় সিলেটকে গ্রেফতার করিতে সক্ষম আসামী করুন মিয়া’কে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com