হাওড় বার্তা
ছাতক প্রতিনিধি::ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ধারনবাজারস্থ বাদশা মিয়া (৩১) আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় বাদশা মিয়া কে উদ্ধার করে স্থানীয়রা ভর্তি করেন স্থানীয় কৈতক মেডিকেলে চিকিৎসা দেয়া হয় ।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারনবাজার গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এঘটনায় আজ ১০ই জুলাই শনিবার ছাতক থানায় আহত বাদশা মিয়া বাদী হয়ে একটি মামলা করেন, যাহার মামলা নং ৯ বর্তমানে আসামীরা পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে এবং জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বাদশা মিয়া সাথে একই গ্রামের ওয়াব আলীর পুত্র ইমরান হোসেন শামিম এর বিরোধ চলে আসছিল।
উল্লেখ্য গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধারন গ্রামের বাদশা মিয়ার উপর রামদা চাইনিজ কোরাল দিয়ে হামলা চালায় ইমরান হোসেন শামিম ও গয়াছ মিয়া হেলাল আক্কল সহ কয়েকজনের উপর অতর্কিতভাবে হামলা করে। সাথে থাকা এক লক্ষ পনেরো হাজার টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে ছাতক থানার অপারেশন তদন্ত (ওসি) মিজানুর রহমান বলেন, ধারন গ্রামের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com