ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতকে করোনা সংক্রমণ ঠেকাতে জারি করা কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের ৩৬টি মামলায় ২৩হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদের মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় ও লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মামুনুর রহমান ২২টি মামলায় ২১হাজার ২শ টাকা জরিমানা করেন। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪টি মামলায় ২৫০০টাকা জরিমানা আদায় করেন।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি রোধে তাদের কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া