হাওড় বার্তা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুরের ৮ শতাধিক দুস্থ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জগন্নাথপুর পৌরসভায় ও উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র ব্যক্তিদের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকালে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব আব্দুল হাসনাত
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রী উদ্যোগে জগন্নাথপুরে দরিদ্র ৪ শতাধিক নারী ও ৪ শতাধিক পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ