সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে শিয়ালের কামড়ে ৫ জন আহত, আতঙ্কে গ্রামবাসী হয়েছেন।
গত বুধবার ভোরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও মেঘারকান্দি গ্রামের ৫ থেকে ৭টি গবাদিপশু শিয়ালের কামড়ের শিকার হয়েছে। শিয়াল আতঙ্কে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।
গ্রামবাসী জানান, ভোরে হঠাৎ মেঘারকান্দি গ্রামে কয়েকটি পাগলা শিয়াল হানা দেয়। এ সময় ঘরের বাইরে থাকা মেঘারকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না দাস, কলেজছাত্র কৃষ্ণ দাস, কিশোর রাজু দাস ও ব্যবসায়ী বরুণ দাসকে কামড় দেয়। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ সময় মেঘারকান্দি গ্রামের অলস দাস ও প্রসেন দাসের গরুকে কামড় দেয়।
মেঘারকান্দি গ্রামের বাসিন্দা রাসেন্দ্র দাস জানান, পাগলা শিয়ালের কামড়ে মেঘারকান্দি গ্রামের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। গ্রামজুড়ে পাগলা শেয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী মিলে একটি শেয়ালকে মেরে ফেলেন।
শিয়ালের আক্রমণ ঠেকাতে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। একইসঙ্গে গ্রাম পুলিশের মাধ্যমে পাহারার ব্যবস্থা করার দাবি জানিয়েছে গ্রামবাসী।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com