বিনোদন ডেস্কঃ বাংলাদেশের অন্যতম সংগীত পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী এ এইচ তুর্যের সুর সংগীতায়োজন ও গায়কিতে মুক্তি পেতে যাচ্ছে’আমি কার কেবা আমার’ শিরোনামে নতুন একটি গান।
গীতিকার মেওর বংশী রাজের কথায় এই গানটি মুক্তি পাবে টিজে মিউজিক ইউটিউব চ্যানেলে।গানটি প্রসংজ্ঞে এ এইচ তুর্য বলেন:শ্রোতারা অবশ্যই এই গানে আলাদা স্বাদ পাবেন। গানের গীতিকার মেওর বংশী রাজ শ্রোতামহলে এই গান সাড়া ফেলবে বলে আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া