রবিবার, ২২ জুন ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভালোবাসায় এমসি কলেজে’র সাবেক অধ্যক্ষকে রোভার স্কাউটদের বিদায়ী সংবর্ধনাকাচের গ্লাসের পানিতে হলুদ মেশানোর কারণ কী?বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে চায় দিরাইবাসীজামালগঞ্জে খাদিজাতুল কুবরা ট্রাস্টের নগদ অর্থ সহায়তাছাতকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ নিয়ে জটিলতার সৃষ্টি সুনামগঞ্জে মেম্বার কাপ-২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুগাইপাড় স্পোর্টিং ক্লাবগৃহবধূ রোকসানা হত্যা: দোয়ারাবাজারে ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধননতুন নেতৃত্বে শান্তিগঞ্জ কেমিস্ট সমিতি : সভাপতি নজরুল, সম্পাদক নাজমুলশান্তিগঞ্জে জয়কলস ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভাছাতকে বালু সিন্ডিকেটে ধাক্কা, যৌথ অভিযানে আটক ৭

জাতীয় শোক দিবসে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরন

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬৯৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদফতর জাতীয় শোক দিবসে একটি ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছিল। সংস্থাটির সকল পর্যায়ের কর্মকর্তাদের একদিনের বেতনের টাকা দিয়ে সারাদেশে অসংখ্য গরীব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের উদ্যোগে ও তত্বাবধানে গণপূর্ত অধিদফতর এ উদ্যোগ নেয়।

তারই ধারাবাহিকতায় ১৫ আগস্ট রবিবার গণপূর্ত অধিদপ্তর কুষ্টিয়া চৌড়হাস এলাকায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে একশত হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম। উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি। আয়োজনে ছিলেন, গণপূর্ত অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য ও কয়েকজন নিকটাত্মীয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর এক দল বিপথগামী কর্মকর্তার হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হল আজ রবিবার।

এ উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে গণপূর্তের সকল ইউনিটে একযোগে বাদ জোহর মিলাদ মাহফিলের মাধ্যমে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা ও করোনা মহামারি থেকে রক্ষায় এসময় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে অসহায় ও দুস্থদের হাতে উন্নত মানের খাদ্য সামগ্রী তুলে দেন নির্বাহী প্রকৌশলী। উক্ত খাদ্য সামগ্রী এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, সাবান, মাস্ক ইত্যাদি।

এসময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানসহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656