হাওড় বার্তা
৫ জনু ২০২১ ইংরেজি রোজ শনিবার সকাল ০৯ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলা উপ স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় ভিটামিন এ + ক্যাম্পেইন এর সুনামগঞ্জ জেলা পর্যায়ের উদ্বোধন হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের সম্মানিত সিভিল সার্জন ডা.শামস্ উদ্দিন মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন ডা.আহমেদ ফয়েজ সানি,ডা.সায়েম রেজা,ডা.সজীব কবির ভূঁইয়া,ডা.ফাতিমা আক্তার,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হুমায়ুন কবির,জেলা স্বাস্থ্য তত্বাবধায় আবদুল আলিম,স্বাস্হ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী,পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য্য,সহকারী স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা দাশ,স্বাস্হ্য সহকারী মনিরুজ্জামান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com