জীবনের চাওয়া
-মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
জীবনের চাওয়া
পাওয়া না পাওয়ার যুদ্ধ
চলছে অবিরত –
কেউ চাইলেও পায় না
না চাইলেও
তা পেয়ে যায় অন্যজন।
যা চাই তা পায় কইজন?
না চাওয়াতেও
মিলে বেশি দামি
তবে চাওয়ার আশা
থাকে অপূর্ণ-
তাইতো দামি পেয়েও
মনে কষ্ট থাকে জমে
মনের তৃপ্তি হয় না পূর্ণ
দামি হলেও তা।
যা চাই
তাই যেন পাই
এইতো মনের আশা
তৃপ্তিও বটে
তবে তা যে বড়
কটিন ব্যাপার জীবনে
যুদ্ধ এক বিশাল যুদ্ধ
যার চলে যায়
সেই বুঝে তা
না পাওয়ার কি ব্যথা।
না চাওয়াতেই
পেয়ে যায় যে জন
সে কি বুঝে
এর মূল্য কত দামি?
যে চেয়েছে সেই বুঝে
কি যে মূল্য তার।
হারিয়ে গেলে জীবন থেকে
আর না ফিরে মিলে
জীবনের চাওয়া
পাওয়া-না পাওয়ার যুদ্ধ
চলবে অবিরত।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান