টিড্ডি বা ফড়িং খাওয়ার বিধান
মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
হযরত আয়েশা বিনতে আজরদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (দঃ) বলেছেন,ভূপৃষ্ঠের উপর আ ল্লাহ তা’য়ালার সবচেয়ে বড় বাহেনী হলো টিড্ডি বা ফড়িং। আমি তা নিজে খাই না এবং তা হারামও করি না।
ব্যাখ্যাঃ- ইমাম নববী (রহ.) বলেন, টিড্ডি হালাল হওয়ার ব্যাপারে ঐকমত্য রয়েছে। ইবনুল আরাবী স্পেনের টিড্ডি এ বিধান থেকে পৃথক করেছেন। কেননা এগুলো শুধু অনিষ্টকর। ইমাম মালেক (রহ.) এর মতে যদি টিড্ডির মাথা পৃথক করা যায়, তাহলে তা হালাল হবে, নতুবা হারাম হবে।
সুত্রঃ- মুসনাদে ইমাম আযম আবু হানিফা (রহ.)
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া