বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জ যুব ফোরামের কমিটি গঠন: আহব্বায়ক সজিব, যুগ্ম আহব্বায়ক রেদুয়ান ও খাদিজা। ইসির নির্দেশে বদলি সুনামগঞ্জের ডিসি, প্রত্যাহার ময়মনসিংহের ডিসিবাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তি ২৬ বছর পূর্তি উদযাপন করছেন সেনাবাহিনীগৌরারং ইউনিয়নের অমৃতশ্রী জামে মসজিদের নির্মাণ কাজ অর্থের অভাবে বন্ধ রয়েছেমদিনায় নিরাপদ সড়ক চাই এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসুনামগঞ্জ কমিউনিটি প্যারামেডিক যুব কল্যান সংগঠন” এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিতমোটর বাইক সড়ক দূর্ঘটনায় রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী গুরুত আহতআলোকিত সুর কার্যালয়ে প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী দা.বা.সংবর্ধিত।বাংলাদেশ বুলেটিন পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনআগামী দু”দিনব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

তালায় অনাবৃষ্টির কারনে পাট চাষে লক্ষ্যমাত্রা পূরণে ব্যাহত,,হাওড় বার্তা

বি এম বাবলুর রহমান
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬২৯ বার পড়া হয়েছে

 

 সাতক্ষীরা জেলা প্রতিনিধি

তালায় অনাবৃষ্টিরা কারনে পাট চাষে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে ,ক্ষতির সম্মুখীন হাজার হাজার কৃষক। চলতি বছরের বৃষ্টি না হওয়ায় কৃষকরা সেচ পদ্ধতিতে এবার পাট চাষ করেছেন।
এই মৌসুমে অতিরিক্ত তাপমাত্রা ও কোন প্রকার বৃষ্টি না হওয়ায়,অতি কষ্টে সেচ পদ্ধতিতে চাষ করা পাটের চারা শুকিয়ে যাচ্ছে।চলমান আবহাওয়া ও তাপমাত্রা আরো কয়েকদিন থাকলে তালার কৃষকদের বপণ কৃত সোনালী আঁশ (পাট) গরমে পুড়ে যাবে আর তার ফলে পাট উৎপাদনে লক্ষমাত্রা অর্জন ব্যাহত হবে, এবং তালার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর তালা উপজেলায় ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্র ধরা হলেও পাট চাষ হয়েছে ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে। কিন্তু অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টি না হওয়ায় কারনে এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে।
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এখনো আবহাওয়া  কৃষি উপযোগী হলে এবং বৃষ্টি হলে পাট চাষ আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে এখনো সময় আছে।উপজেলা ১২টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে মাঠজুড়ে পাট চাষ লক্ষনীয় পর্যায়ে,তবে  আবহওয়া  কৃষি উপযোগী হলে এবং বৃষ্টি হলে এবছর তালা উপজেলায় পাট চাষের লক্ষ্য মাত্রা সম্ভবনা ছিলো ।
উপজেলার ইসলামকাটি গ্রামের চাষী শহিদুল ইসলাম খাঁ  জানান,এবার  মৌসুমীর শুরুতে সেচ পদ্ধতিতে পাটের বীজ বপন করেছিলাম, পাটের চারা গজানোর পর ১ থেকে দুই দিন পরপর জমিতে পানি দিয়ে পাটের চারা দেড় থেকে দুই ফুট হলেও আবহাওয়া অনুপযোগী থাকা ও বৃষ্টি না হওয়ার কারনে পানিঅভাবে পাটের চারা চিকন ও শুকিয়ে যাচ্ছে।  এ বছর পাট চাষে খরচ অনেক বেশি হবে। বর্ষা না হওয়ায় পাটখেতের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। উপজেলা সদরের আগোলঝাড়া গ্রামের কৃষক মো: বারিক হাওলাদার বলেন, আমি  ২৮ শতাংশ জমিতে পাট চাষ করেছি অন্যবারের তুলনায় এবার খরজ তিনগুন হয়েছে।  সেচ দিয়ে চাষ করা পাট খেতগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কচি পাট গাছগুলো মরে যাচ্ছে। স্যালো মেশিনে পানি না উঠায় ফের সেচ দিতে পারছেন না আমরা। এখন বৃষ্টির জন্য আকাশ পানে চেয়ে আছি।
তালা উপজেলা কৃষি উপ-সহকারি কর্মকর্তা পরিতোষ কুমার জানান, এ বছর তালা উপজেলায় ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্র ধরা হলেও পাট চাষ হয়েছে দুই হাজার ৭৫০ হেক্টর জমিতে। বর্তমানে পাটের দাম বেশি হওয়ায় কৃষক পাট চাষের প্রতি আগ্রহ বাড়িয়েছে। তবে বৃষ্টি না হওয়ায় চাষিদের একটু সমস্যা হচ্ছে, এটা প্রাকৃতিক বিষয় বলে জানান তিনি। এছাড়া শুরুতে কৃষকের মাঝে সরকারি ভাবে পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2023 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281