মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

তাহিরপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে উপজেলা প্রশাসন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭৯২ বার পড়া হয়েছে

 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সারা দেশের ন্যায় কঠোর লকডাউন বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন প্রায় প্রায় ১২ জনকে ১০ হাজার ৪,শ টাকা জরিমানা করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ তরফদার সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিতি ছিলেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির বলেন, হাওরবেষ্ঠিত তাহিরপুর উপজেলার মানুষজনের মাঝে এখনও জনসচেতনা সৃষ্টি হয়নি। তবে আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করে মানুষকে সচেতনের পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জরিমানাও আদায় করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656