সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর সহ ছোট বড় ২৩টি হাওরেই শুরু হয়েছে ধান কাটা উৎসব। হাওরে ধান কাটতে শ্রমিক ছাড়াও রয়েছে ধান কাটার আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। এ বছর তাহিরপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো-ইরি ধানের আবাদ হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার ৭৯০ মেট্রিক ঢন।
শুক্রবার (২৩শে এপ্রিল) উপজেলার শনির হাওরের পাকা ধান দ্রুত কেটে কৃষকের ঘরে তুলার লক্ষে কৃষকদের উৎসাহিত করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ-দৌলা।
এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, হাওরের ধান কাটার সময় মাত্র থাকে ১৫-২০ দিন এর মাঝেই সকল ধান কেটে ঘরে তোলা লাগে। তাই শ্রমিক সংকট কাটাতে সরকারী ৭০% ভর্তুকিতে মোট ১০টি কম্বাইন্ড হারভেস্টার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করে কৃষক নিয়মিত ধান কাটা, মাড়াই ও বস্তা ভর্তি করছে। এতে সময় ও শ্রম দুটোই বেচে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা জানান, তাহিরপুরে ধান কাটতে ব্যস্ত হয়েছে কৃষক-কৃষাণি । হাওর গুলিতে পুরোদমেই ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। তিনি আরোও বলেন, এবার বোরো ফসলে বাম্পার ফলন হয়েছে। তবে গরম বাতাসে হাওরে সামান্য চিটা হলেও লক্ষ্যমাত্রা উৎপাদনে তেমন কোনো প্রভাব ফেলবে না।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সহ হাওরের কৃষক।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া