সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও বালিয়াঘাটা সীমান্তে বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে ১৬ বোতল ভারতীয় মদ আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, টেকেরঘাট বিওপির টহল দল ০৮ মে ২০২১ তারিখ ২১৪৫ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৯/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরুঙ্গাছড়া নামক স্থান হতে ১৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২৪,০০০/- টাকা।
এদিকে, বালিয়াঘাটা বিওপির টহল দল ০৮ মে ২০২১ তারিখ ২০০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৭/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৫,০০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com