সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন- উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাটাবুকা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৪৫), তার দুই ছেলে সালমান মিয়া (২৫) ও আরামান মিয়া (২২), একই গ্রামের মৃত রহিছ মিয়ার ছেলে শামীম মিয়া (৩০) ও মজলুল হকের ছেলে কয়েস মিয়া (৩২)।
সোমবার সন্ধ্যায় এ ঘটনায় আহত মোবাশ্বির আলম (৪২) বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করে।মোবাশ্বির আলম উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটাবুকা গ্রামের মৃত মিজাজুল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ইসমাইল মিয়া ঘটনার দুই দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে মোবাশ্বির আলমের রাইস মিলের দুই কর্মচারীকে মারধর করে। মারধরের বিষয়টি নিয়ে রোববার সকাল ৭টার দিকে ইসমাইলের কাছে জানতে চাইলে ইসমাইল তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে একপর্যায়ে ইসমাইলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোবাশ্বিরের ওপর হামলা করে। মোবাশ্বিরের চিৎকার শুনে তার মা দিলরাজ বেগম (৬৫) এগিয়ে আসলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে ইসমাইলের লোকজন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত দিলরাজ বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মা-ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় আহত মোবাশ্বির বাদী হয়ে থানায় আমামলা দায়ের করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ