স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড ১৯) বিস্তার রোধে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১০ই জুন) উপজেলার সদর বাজার বাজার, আনোয়ারপুর বাজার এবং বাদাঘাট বাজারের বিভিন্ন রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন বাজারের ১০টি রেস্তোরাঁকে পৃথক ১০টি মামলায় মোট ৫৩০০/- টাকা জরিমানা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবিব জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং এর পরিধি বাড়ানো হবে। সকল কে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ