সীমান্তে অনুপ্রবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) দুপুরে বড়ছড়া শুল্ক স্থল বন্দরের জিরো পয়েন্ট সংলগ্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
আমদানিকারক গ্রুপের সচিব রাজেশ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজ্বী আলকাছ উদ্দিন খন্দকার। অনুষ্ঠানের শুরুতে গ্রুপের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর পরিচালক লে. কর্নেল মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমীর উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইউনুস মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সীমান্তে অনুপ্রবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকার জিরো টলারেন্সে রয়েছে উল্লেখ করে অতিথিবৃন্দ স্থানীয় সকলকে সচেতনতার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন। সভায় উপজেলা সীমান্তে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া