তাহিরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন পণ্য জব্দ
হাওড় বার্তা ডেস্কঃ
সংবাদ প্রকাশ
বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
৭০৫
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও লাউরগড় সীমান্তে বিওপির টহল দিল অভিযান চালিয়ে কয়লা, পাথর, ০২টি টাটা ট্রাক, বালু এবং ০৩টি স্টীল বডি নৌকা আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)
বিজিবি সূত্রে জানা যায়, টেকেরঘাট বিওপির টহল দল ০৬ মে বৃহস্পতিবার ০৬টা২০ মিনিট ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থান হতে ১,২৫০ কেজি কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,২৫০/- টাকা।
অপরদিকে, লাউরগড় বিওপির টহল দল ০৬ মে ২০২১ তারিখ ০১৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ২ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাদাঘাট ইউনিয়নের রাজারগাও নামক স্থান হতে ২৫০ ঘনফুট পাথর, ০২টি টাটা ট্রাক, ২০০ ঘনফুট সিলেকশন বালু এবং ০৩টি স্টীল বডি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০৫,৩৪,০০০/- টাকা।