তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের উত্তরে বনুয়ার টুপ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম (২৩) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের উত্তর মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সীমান্তবর্তী এলাকায় স্থানীয়রা গরুকে ঘাস খাওয়াতে গেলে গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখেন পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শুক্রবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা জাহাঙ্গীরকে সীমান্তবর্তী এলাকায় নিয়ে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহত জাহাঙ্গীরের লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান