স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির উদ্যোগে স্থানীয় সিরাজগঞ্জ বাজার জহুরা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩জুন)দুপুরে ডাঃ ছমির উদ্দিন সাহেবের সভাপতিত্বে এবং সমিতির আহবায়ক ফখরুল হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান,যগ্ন সাধারণ সম্পাদক সফিক মিয়া,সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক,সিংচাপইড় ইউপি সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, দোলারবাজার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাদিক মিয়া,মনির উদ্দিন মেম্বার,গিয়াস মিয়া,হাজী ইয়ারিছ উদ্দিন,হাজী রইছ আলী,রাসেল মিয়া,হাজী আব্দুর রব,আব্দুল বারী,রাফিজ আলী, আব্দুর রহমান, আবদুল মতিন,ডাঃ ইদ্রিস আলী, নুরুল ইসলাম, আলাই উদ্দিন, আব্দুল হান্নান, কালা মিয়া,আব্দুল কাহার, আশিকুর রহমান, সাজ্জাদ মেম্বার, আনা মিয়া,সিরাজ মিয়া,তোরন মেম্বার, হাছিফ আলী, আব্দাল,আব্দুর রূপ,আব্দুল ছালিক মিলন তালুকদার, শামীম আহমদ, কয়েছ,খলিলুর রহমান নেছার,মজলু মিয়া,সোজা, দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির সভাপতি ছমির আহমদ, সহ সভাপতি আজিজুর রহমান, মিজানুর রহমান সাইদ,এমরান আহমদ, সাইদুর রহমান, বাহার মিয়া,জার্মান সরকার, ইকবাল হোসেন,রাজিকুল ইসলাম প্রমূখ।
উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার মুরব্বি আব্দুল লতিফ,মাসুক মিয়া,মিলন,গোলাম রব্বানী, তাজুদ মিয়া,সারজ আলী,মোহাম্মদ আলী, আসক আলী,আব্দুল মছব্বির,নজরুল ইসলাম, আব্দুল আহাদ,ছোরাব আলী, আদর মিয়া,আংছালাম,আবুল খয়ের,দিলমান,দিলোয়ার,সেলিম,মাওঃমিজানুর রহমান, ইছিম আলী,ফয়জুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় ভূমির মালিক হাজী ইয়ারিছ উদ্দিন, আব্দুল বারী,সোজা মিয়া সহ অন্যান্যরা জমিদানের আশ্বাস দেন এবং সুয়াগিরপার নিবাসী আবদুল কাহার ভূমি রেজিস্ট্রার ফি বহন করিবেন বলে মতপ্রকাশ করেন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ইমন আহমদ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া