হাওড় বার্তা
২২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস নামক স্থানে সড়ক দুর্ঘটনা ১ জন নিহত আরেক জন নিখোঁজ।
হাওড় বার্তা পত্রিকা’র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান সরজমিনে উপস্থিতি ছিলেন এবং স্থানীয়দের হতে জানতে পারেন সিলেট হতে সুনামগঞ্জগামী যাত্রী বাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
এবং সাথে সাথে চলে আসে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহয়তা বাস হতে যাত্রীদের উদ্বার করা হয়। এবং ৩ জন আহত হন। এবং একজন একব্যক্তি নিখোঁজ বলে জানিয়েছেন স্থানীয়রা। ১জন যাত্রীর অবস্থা আশংকাজনক ছিল এবং তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এবং মেডিকেল নেওয়া কিছুক্ষণ পর জানা যায় লোকটি মৃত্যু বরণ করেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. সজিব।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া