দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে প্রতিপক্ষের চুরিকাঘাতে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহীন মিয়া পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।
শনিবার (২৯ মে) বিকালে পূর্ব বিরোধের জেরে উপজেলার হরিপুর গ্রামের মসজিদের হাটিতে
এই খুনের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে শনিবার সকাল ১১ টায় হরিপুর গ্রামের মৃত শের আলীর ছেলে শাহাব উদ্দিন (৩০) ও একই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে শাহীন মিয়ার সাথে কথা-কাটাকাটি সহ হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় উভয় পক্ষকে শান্ত করা হয়। মুরুব্বীরা বিকেলে এ বিষয়টি খতিয়ে দেখবেন বলেও আশ্বাস দেয়ার পর আবারও সকালের ঘটনার জের ধরে বিকেল ২ টায় প্রতিপক্ষ শরিফ মিয়ার (৩৪) নেতৃত্বে ও তাঁর ভাই শাহাব উদ্দিনসহ ৬-৭ মিলে নিজ বাড়ির উঠোনে কাজ করা অবস্থায় শাহীন মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে গুরুত আহত হলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাহীনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন।
খুনের সত্যতা স্বীকার করে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ছুরিকাঘাতে আরেক যুবক খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক শরিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এ খুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মোহাম্মদ হায়াতুন-নবি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান