হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদনঃ গত ৫ জুলাই সোমবার সুনামগঞ্জ জেলার দিরাই ভাটিধল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় লেচু মিয়া (২৮) নামে এক যুবক নিহত।
পুলিশ সুত্রে জানা যায়,লেচু মিয়া ভাটিধল বাজারে স্যালুনে ছিল, এই সময় হঠাৎ করে একই গ্রামের ঝন্টু মিয়া ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।
লেচু মিয়া আহত হওয়ার পর তাকে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার অবস্থা আশংকাজন থাকায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় লেচু মিয়া মৃত্যু বরণ করেন।
এ ব্যপারে সত্যতা নিশ্চিত করেন- দিরাই থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com