মামুন মুন্সি
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‘‘বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন, আনে সুদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ জুন সোমবার সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফিল্ড সুপার ভাইজার ফয়জুর রশীদ এর সঞ্চালনায়।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।বক্তব্য রাখেন, সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী প্রদক্ষেপ নিয়ে কথা বলেন,দোয়ারাবাজার থানার ওসি প্রতিনিধি এস আই এনামুল হক মিঠু এছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা আলী হায়দার প্রমুখ।
ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক উক্ত প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন গ্রামের সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,বিভিন্ন মসজিদের ইমান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ