দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের অরাজনৈতিক সামাজিক সংগঠন ইনোসেন্ট প্যানেল এর উদ্যোগে নতুন হাফিজ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।
গত ১১ জুন শুক্রবার স্থানীয় কার্যালয়ে নরসিংপুর ইউনিয়ন সহ পার্শবর্তি ইউনিয়নের মোট ১৪ টি প্রতিষ্টানের ৩২ জন ছাত্রদের সংবর্ধিত করা হয়।
২০১৭ সালে গড়ে উঠা সামাজিক সংগঠন এই প্রথম ধর্মীয় চিন্তা দ্বারা নিয়ে হাফিজ দের সংবর্ধনা প্রদান করা হয়।
উপস্থিত বক্তারা উক্ত সংগঠনকে আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন,সংবর্ধনা অনুষ্টানে উপস্তিত ছিলেন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ,সকল মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, হাফিজ শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
যে সকল প্রতিষ্টানের ছাত্রদের সংবর্ধনা করা হয়েছে সেগুলো হলো,
১.বালিউরা কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসা
২.নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা
৩.নেতরছই হাফিজিয়া মাদ্রাসা
৪.শ্রীপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া ৫.ছনবাড়ী হাফিজিয়া মাদ্রাসা
৬.বেতুরা হাফিজিয়া মাদ্রাসা (এলাকার শিক্ষার্থী ওই প্রতিষ্ঠান থেকে ফারিগ হয়েছেন)
৭.ভার্থখলা হাফিজিয়া মাদ্রাসা (এলাকার শিক্ষার্থী ওই প্রতিষ্ঠান থেকে ফারিগ হয়েছেন)
৮.মোল্লাপাড়া হাফিজিয়া মাদ্রাসা (এলাকার শিক্ষার্থী ওই প্রতিষ্ঠান থেকে ফারিগ হয়েছেন )
৯.ভুরকি হাফিজিয়া মাদ্রাসা (এলাকার শিক্ষার্থী ওই প্রতিষ্ঠান থেকে ফারিগ হয়েছেন )
১০.বাংলা বাজার ইন্টার্ন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা
১১.পাইকপাড়া হাফিজিয়া মাদ্রাসা
১২.চান পুর হাফিজিয়া মাদ্রাসা
১৩.ছনখাইর হাফিজিয়া মাদ্রাসা
১৪.হাজী মফিজ আলী হাফিজিয়া মাদ্রাসা।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া