নবী প্রেম
-মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
ওগো মহাধনের মহাখনি!
মুমিন জনের নয়ন মনি;
জীবনের চেয়েও
তোমার ভালবাসা যে দামি
বুঝিতে পেরেছি আমি।
মুমিন জনে
দেখিলে তোমায় জীবনে
স্বয়নে-স্বপনে;
বেহেস্ত হবে ঠিকানা
অনন্ত জীবনে।
দয়াময়ের ভালবাসা
পেতে চাই যে জন,
নূর নবীর অনুসরণে
হতে হবে রত;
জীবনে কখনো না হয়ে
বিরত।
নূর নবীর অনুসরণ -অনুকরণ
করিবে যে জন,
ভালবাসিবে খোদা তারে
বিপদে-আপদে হবেন
আপনজন।
ক্ষমা পাবে, মুক্তি পাবে
শান্তিতে রবে চিরকাল
না হয়ে কখনো নাজেহাল।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া