মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

নবী প্রেম

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৮৫৫ বার পড়া হয়েছে

নবী প্রেম
-মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

ওগো মহাধনের মহাখনি!
মুমিন জনের নয়ন মনি;
জীবনের চেয়েও
তোমার ভালবাসা যে দামি
বুঝিতে পেরেছি আমি।

মুমিন জনে
দেখিলে তোমায় জীবনে
স্বয়নে-স্বপনে;
বেহেস্ত হবে ঠিকানা
অনন্ত জীবনে।

দয়াময়ের ভালবাসা
পেতে চাই যে জন,
নূর নবীর অনুসরণে
হতে হবে রত;
জীবনে কখনো না হয়ে
বিরত।

নূর নবীর অনুসরণ -অনুকরণ
করিবে যে জন,
ভালবাসিবে খোদা তারে
বিপদে-আপদে হবেন
আপনজন।
ক্ষমা পাবে, মুক্তি পাবে
শান্তিতে রবে চিরকাল
না হয়ে কখনো নাজেহাল।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656