ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী সাদিয়া সাবাহ জেসি শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেছে সাদিয়া সাবাহ জেসি।
তার পিতা প্রধান শিক্ষক মোঃ, আমির আলী ভূইয়া ও রত্নাগর্ভা মাতা প্রধান শিক্ষিকা তাছলিমা বেগম।জেসির পৈতৃক বাড়ি নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা। তার পিতা মো: আমির আলী ভূইয়া যিনি উপজেলার মকবুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা তাছলিমা বেগম বর্তমানে পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। জেসি এই কৃতিত্বপূর্ণ সাফল্যে তার পিতা-মাতাসহ বিদ্যালয়ের সকল শিক্ষা শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং বিভাগীয় পর্যায়েও যেন সাফল্যের ধারাবাহিতকতা অক্ষুন্ন থাকে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। উল্লেখ থাকে মেধাবী শিক্ষার্থী সাদিয়া সাবাহ জেসি ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া